Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

সেবাসমূহঃ- ১। প্রত্যেক চাষীকে ২০ শতক জমিতে নাবী পাট বীজ চাষাবাদের জন্য নির্ধারিত পরিমান ভিত্তি বীজ এবং ০১ একর জমিতে তুষা পাট উৎপাদনের জন্য প্রত্যায়িত/ উন্নত পাট বীজ বিনামূল্যে সরবরাহ। ২। পাট ও পাট বীজ উৎপাদনের জন্য নির্বাচিত চাষীকে ভূর্তকি হিসাবে নির্ধারিত পরিমান সার ও কীটনাশক সরবরাহ। ৩। রোগ বালাই দমনের জন্য প্রত্যেক উপজেলায় নির্দিষ্ট সংখ্যক হ্যান্ডস স্প্রেয়ার সরবরাহ করা যা চাষীগণ প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। ৪। প্রদর্শনী প্লটের জন্য সাইনবোর্ড সরবরাহ করা। ৫। রিবন রেটিং পদ্ধতিতে পাট পঁচনে উদ্বুদ্ধ করণের জন্য চাষীদের মাঝে নির্দিষ্ট সংখ্যক রিবনার ও সহায়ক দ্রব্যাদি সরবরাহ করা। ৬। উপশী পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত প্রযুক্তিতে পাট পঁচনের আধুনিক কলাকৌশল বিষয়ে নির্দিষ্ট সংখ্যক চাষীদেরকে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবসহা করা। সেবা পাওয়ার শর্তাবলী ঃ- ১। চাষীকে পাট চাষে আগ্রহী হতে হবে। ২। নাবী পদ্ধতিতে পাট বীজ উৎপাদনের জন্য প্রত্যেক চাষীর কমপক্ষে ২০ শতক উপযুক্ত উঁচু জমি থাকতে হবে এবং ঐ পরিমান জমিতে উপশী পাটবীজ আবাদ করতে হবে। ৩। প্রত্যেক চাষীকে কমপক্ষে ৩ বিঘা/১ একর জমিতে তুষা পাট আবাদ করতে হবে। ৪। প্রকল্পের সুষ্ঠ বাস্তবায়ন, মনিটরিং, উপকরণাদি বিতরন, চাষীদের পরামর্শ, তথ্যাদি সংগ্রহ ইত্যাদি কাজের জন্য উপজেলাসহ ইউনিয়ন এবং চাষী কাছাকাছি হতে হবে । ৫। চাষীকে অবশ্যই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।